ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকদের হামলা
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেরিকোপা কাউন্টির একটি ভোট গণনা কেন্দ্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কেন্দ্রের বাইরে রিপাবলিকান সমর্থক বিক্ষোভকারীরা অবস্থান নেয়ার পর ভোট গণনা বন্ধ করবে নাকি করবে না- এমন দ্বিধায় পড়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি নিউজ জানিয়েছে, বিক্ষোভ থেকে কিছু মানুষ ছুটে গিয়ে ভোট গণনা কেন্দ্রের পাশাপাশি আশপাশের কিছু দোকানপাটে হামলা চালায় এবং জানালা ভাঙচুর করে। পুলিশ এ ঘটনাকে ‘দাঙ্গা’ বলে উল্লেখ করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্বাচন শেষে চলছে ভোট গণনা। এর মধ্যেই বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে রণক্ষেত্র হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইকে কেন্দ্র করে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ঘটে ভাংচুরের ঘটনাও।
এর আগে ট্রাম্পের পক্ষে পড়া ভোট গণনা করা হবে না- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনা কেন্দ্রের বাইরে অবস্থান নেয়। অনেক বিক্ষোভকারী ভোটকেন্দ্রে ঢুকে পড়ার পর তাদের আবার বাইরে বের করে আনা হয়। কর্তৃপক্ষ স্থানীয় পুলিশ প্রশাসনকে ডাকলেও গণনাকারীরা তাদের গণনা বন্ধ করেনি।
এদিকে অ্যারিজোনার ফল কি হবে তা এখনো ধারণা করা যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত মেরিকোপা কাউন্টির ৮২% ভোট গণনা শেষ হয়েছে যেখানে জো বাইডেন এগিয়ে রয়েছেন। এখনো ৪ লাখ ভোট গণনা বাকি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।