যে বিবেচনায় জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে ট্রাম্পেরও
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন। তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন।
আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। রিপাবলিকান দলীয় সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ এই খবর দিয়ে বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।
তবে নেভাদায় খুব সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কোনো কারণে বাইডেন রাজ্যটিতে পিছিয়ে গেছে জয়ী হতে পারেন ট্রাম্প। এছাড়া আরও কিছু বিষয় বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পেরও জোরালো সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। তবে সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৪টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।
এই মুহূর্তে কার জন্য জয় সহজ? বিবিসি এক বিশ্লেষণে বলেছে, ডেমোক্রেট দলীয় জো বাইডেন এখন অ্যারিজোনা, নেভাদা এবং উইসকনসিন রাজ্যে এগিয়ে আছেন। এটা ধরে রাখতে পারলেই যথেষ্ট তার জয়ের জন্য। মিশিগানের ডেট্রয়েটের ভোটগুলো বেশিরভাগই পড়েছে ডেমোক্র্যাটদের পক্ষে। সেখানে পোস্টাল ভোটেই এগিয়ে গেছেন বাইডেন। অ্যারিজোনায় এখনো পোস্টাল ভোট গণনা শেষ হয়নি। তবে সেখানে স্থিতিশীল একটি লিড আছে বাইডেনের।
নেভাদায় দু’জেনর মধ্যে পার্থক্য খুবই কম, ব্যবধান মাত্র কয়েক হাজার ভোটের। এখানে নির্বাচনের দিনের ভোট পড়েছে ট্রাম্পের পক্ষে, আর পোস্টাল ব্যালটের ভোট বাইডেনের পক্ষে।
অপরদিকে ডোনাল্ড ট্রাম্প যেসব জায়গায় এগিয়ে আছেন, সেসব জায়গায় লিড ধরে রাখতে হবে। বিশেষত, পেনসিলভানিয়া এবং জর্জিয়া রাজ্যে। এখন পর্যন্ত বাইডেন যেসব রাজ্যে এগিয়ে আছেন, সেসবের অন্তত একটি রাজ্যে রিপাবলিকানদের জয় দরকার। নেভাদায় ভোটের ব্যবধান খুবই কম। এই স্টেটে ফলাফল ট্রাম্পের পক্ষে নিয়ে আসতে তাকে খুব বেশি বেগ পেতে হবে না। যেসব পোস্টাল ভোট দেরিতে এসেছে, সেগুলো যদি ট্রাম্পের পক্ষে থাকে, তাহলে বর্তমান পূর্বাভাস ঘুরতে সময় লাগবে না।
উইসকনসিনে ট্রাম্প পিছিয়ে আছেন। পেনসিলভানিয়া এবং জর্জিয়া এখন পর্যন্ত বর্তমান প্রেসিডেন্টের শেষ ভরসার স্থান। কিন্তু কেবল এসব স্টেটে জয়ই তার হোয়াইট হাউজ ধরে রাখা নিশ্চিত করতে পারবে না। এর কারণ জর্জিয়ার আটলান্টার ভোট গণনা বাকি- এই কাউন্টিতে সাধারণত ডেমোক্রেট ভোট বেশি পড়ে। অন্যদিকে, পেনসিলভানিয়ায় লাখ লাখ ভোট গণনা বাকি রয়েছে।