চার অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধের দাবিতে ট্রাম্পের মামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ১২:০৪ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ১২:০৪ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির জর্জিয়া অঙ্গরাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন জানিয়ে মামলা করেছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে দেশটির জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য যেটিতে এখনো কোন প্রার্থী জিততে পারেন, তা ধারণা করা যায়নি।
মামলায় অভিযোগ তোলা হয় যে, রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে একজন ভোট গণনাকর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা ৫৩টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা ৭টার আগে ডাকযোগের ভোট র্নিধারিত স্থানে পৌঁছানোর নিয়ম।
এজন্য গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেসব জায়গায় ব্যালটে ‘প্রতারণা’ হয়েছে, সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প।
এ ছাড়া মিশিগান অঙ্গরাজ্যে ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্পশিবির। ওই অঙ্গরাজ্যে এরই মধ্যে বাইডেন জয়ী হয়ে ১৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ওই অঙ্গরাজ্যে বাইডেন ২৭ লাখ ৬৮ হাজার ৩১৬ পপুলার ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৭১১ ভোট।