বাইডেনই নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন: স্পিকার
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনই বিজয়ী হতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এছাড়া প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনি উচ্ছসিত বলে জানিয়েছেন। পেলোসি বলেছেন, এবারের নির্বাচন সব প্রার্থীর জন্য ছিল চ্যালেঞ্জিং। ডেমোক্রেটরা জয়ী হলে প্রতিনিধি পরিষদে ন্যান্সি পেলোসির ক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের কাছে লেখা এক চিঠিতে তিনি এসব কথা বলেছেন। ন্যান্সি পেলোসি আরও বলেছেন, বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস এটা নিশ্চিত করেছে যে, ডেমোক্রেটরা প্রেসিডেন্ট নির্বাচনে জেতার জন্য জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছে। জো বাইডেনের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাত কোটি ভোট পাওয়া যেকোন প্রেসিডেন্টের জন্যই প্রথম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন। তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন।
আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। অরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।
বাইডেনের দাবি, প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরইমধ্যে আবার ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। তবে সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৪টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।