ট্রাম্প-বাইডেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন যে প্রেসিডেন্ট প্রার্থী

ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং জো জরগেনসেন
ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং জো জরগেনসেন  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন। তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন।

আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। অরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই দুই প্রার্থীর দিকেই সব আলো থাকলেও আরও অনেকেই কিন্তু লড়েছেন নির্বাচনে। এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন অন্তত এক হাজার ২১৪ জন। তবে এরমধ্যে ট্রাম্প-বাইডেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন একজন। তিনি ৬৩ বছর বয়সী জো জরগেনসেন। লিবারটারিয়ান পার্টি থেকে অংশ নেয়া এই প্রার্থী ৪৫ রাজ্যে তার প্রতীক নিশ্চিত করেন। তার পরেই আছেন ৩০ রাজ্যে ব্যালট নিশ্চিত করা গ্রিন পার্টির হাওয়ি হকিন্সও।

জো জরগেনসেন মার্কিন রাজনীতিতে আছেন দীর্ঘদিন ধরেই। তিনি একই দল থেকে ১৯৯৬ সালের নির্বাচনে হ্যারি ব্রাউনির রানিং মেট হিসেবে অংশ নেন। এর আগে ১৯৯২ সালে সাউথ ক্যারোলিনার ৪র্থ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট নির্বাচনে অংশ নিয়ে তিনি চার হাজার দুশ’ ৮৬ ভোট পান। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিটি রাজ্যেই ভোট পাওয়ার দিক থেকে ছিলেন তৃতীয় স্থানে।

শুধু টেক্সাসে এক লাখ ২৪ হাজার ও ক্যালিফোর্নিয়াতেই এক লাখ সাত হাজার ভোট পেয়েছেন জরগেনসেন। এছাড়া ফ্লোরিডায় ৭০ হাজার, জর্জিয়ায় ৬০ হাজার, ইলিনয়ে ৫৮ হাজার, নিউইয়র্কে ৪৭ হাজার, ওহিওতে ৬৭ হাজার, পেনসিলভানিয়ায় ৭৩ হাজার, ভার্জিনিয়ায় ৬৩ হাজার, ওয়াশিংটনে ৬০ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি।

এদিকে বাইডেনের দাবি, প্রেসিডেন্ট নির্বাচিত হতে তিনি পর্যাপ্ত রাজ্যে জয় পেয়েছেন। এরইমধ্যে আবার ভোট জালিয়াতির অভিযোগে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৪টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।


সর্বশেষ সংবাদ