০৪ নভেম্বর ২০২০, ২২:১৬

আজই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

  © ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আজই জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন। তাঁর প্রচার দলের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনে প্রাথমিক ফলাফলে সব দিক থেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ভোট এবং ইলেক্টোরালে বাইডেনের বেশ দাপট দেখছে বিশ্ববাসী। ইতিমধ্যে তার দল ডেমোক্র্যাট জয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ফক্স নিউজের তথ্য মতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প ।

মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।

এখনও পর্যন্ত ২৩৮ ইলেকটোরাল ভোট সংগ্রহ করেছেন জো বাইডেন। আর ২১৩টি ইলেকটোরাল ভোট নিয়েই পড়ে আছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।