আমরা জিতে গেছি: বড় জয়ের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিভিন্ন রাজ্য থেকে ভোটের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও ক্রমেই জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে পূর্ব ঘোষণা মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি নিজের বড় জয়ের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প ভাষণে বলেছেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি। ওরা আমাকে ধরতেই পারবে না। আমরা পেনসিলভানিয়ায়ও বড় ব্যবধানে জিততে যাচ্ছি। আমাকে হারনো তাদের পক্ষে অসম্ভব। উইসকনসিনও আমরা জয় করতে যাচ্ছি।'

ট্রাম্প জোর গলায় ঘোষণা দিলেন, ‘আমরা নির্বাচনে জিতে গেছি।’

বিভিন্ন রাজ্য থেকে আসা ভোটের ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে ১২টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন ২২৫টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

এছাড়া সিনেটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ডেমোক্রেটরা ৪৬ জিতলেও রিপাবলিকানরা পেয়েছে একটি বেশি, ৪৭টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫০টির বেশি আসন। অপরদিকে হাউসে শক্ত অবস্থানে রয়েছে ডেমোক্রেটরা। তাদের দখলে রয়েছে ১৭৮টি আসন। অপরদিকে রিপাবলিকানরা জিতেছে ১৭০টিতে।

এ অবস্থায় সমর্থকদের বিশ্বাস রাখতে বলেছেন জো বাইডেন। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিশ্বাস রাখুন, বন্ধুরা। আমরা জিততে যাচ্ছি । নির্বাচনে বিজয়ী ঘোষণা করা আমার বা ডোনাল্ড ট্রাম্পের জায়গা নয়। এটা ভোটারদের জায়গা। আমরা যেখানে আছি সেখানে ভাল বলে মনে করছি। আমরা বিশ্বাস করি, আমরা এই নির্বাচনে জয়ের পথেই আছি।’

এর আগে ফলাফলের এ পর্যায়ে এসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি আজ রাতে একটি বিবৃতি দেব। একটি বড় জয়!’ এমনকি তিনি ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগও তোলেন। পরে এক ভাষণে তিনি বলেছেন, ‘আমরাই জিততে যাচ্ছি নয়, জিতেছি।’ এই জয় বড় আকারে উদযাপন করা হবে বলেও জানান তিনি।

 


সর্বশেষ সংবাদ