০৪ নভেম্বর ২০২০, ১৩:১২

টুইট করায় ট্রাম্পকে সতর্কবার্তা

ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। ইতোমধ্যে অধিকাংশ রাজ্যের প্রাথমিক ফলাফলও ঘোষণা করা হয়েছে। এদিকে নির্বাচন ঘিরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছেন। তার বার্তায় কখনও উচ্ছ্বাস আবার কখনও অভিযোগ প্রকাশ পাচ্ছে।

এবার টুইটারে ভোট চুরির অভিযোগ করে পোস্ট করায় কর্তৃপক্ষের অভিযোগ ট্রাম্পের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বলছে, সেখানে ‘নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য থাকতে পারে’ এবং নির্বাচন নিয়ে সঠিক তথ্য খুঁজে দেখার জন্য টুইটার ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিরোধী পক্ষকে অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোও তাদের সেটা করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোটগ্রহণ করা যায় না।

এদিকে প্রায় সব গণমাধ্যমের পূর্বাভাসেই দেখা গেছে যে, ট্রাম্পের চেয়ে বাইডেন এগিয়ে রয়েছেন।