বিশ্বাস রাখুন, আমরা জিততে যাচ্ছি: জো বাইডেন

জো বাইডেন
জো বাইডেন  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা, অধিকাংশ রাজ্যের প্রাথমিক ফলাফলও ঘোষণা করা হয়েছে। এতে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন। এ অবস্থায় সমর্থকদের বিশ্বাস রাখতে বলেছেন জো বাইডেন।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিশ্বাস রাখুন, বন্ধুরা। আমরা জিততে যাচ্ছি । নির্বাচনে বিজয়ী ঘোষণা করা আমার বা ডোনাল্ড ট্রাম্পের জায়গা নয়। এটা ভোটারদের জায়গা। আমরা যেখানে আছি সেখানে ভাল বলে মনে করছি। আমরা বিশ্বাস করি, আমরা এই নির্বাচনে জয়ের পথেই আছি।’

এর আগে ফলাফলের এ পর্যায়ে এসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘আমি আজ রাতে একটি বিবৃতি দেব । একটি বড় জয়!’

এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে জো বাইডেন পেয়েছেন ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি। শুরুতে বড় ব্যবধানে বাইডেন এগিয়ে থাকলেও পরে তা কমে এসেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে ডেমোক্রেটরা ৪৬টি আসন পেয়েছেন। আর রিপাবলিকানদের দখলেও রয়েছে ৪৬টি। অপরদিকে হাউসে ডেমোক্রেটরা ১৫২টি আসন পেয়েছে। আর রিপাবলিকানরা এগিয়ে আছে ১৬০টিতে।

শেষদিকে উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়ার, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার মতো সুইং স্টেট বড় ভূমিকা রাখতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে সবগুলো রাজ্যেই এ পর্যন্ত প্রাপ্ত ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তার জয়ের সম্ভাবনা বাড়ছে।


সর্বশেষ সংবাদ