কমছে ইলেকটোরাল কলেজের ব্যবধান, ফের হোয়াইট হাউসে ট্রাম্প?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১১:২২ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২০, ১১:৪৯ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। অধিকাংশ রাজ্যের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এতে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন। এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে জো বাইডেন পেয়েছেন ২৩৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০টি।
নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হবে। ফল আসার শুরুর দিকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন জো বাইডেন। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যবধান কমলেও এখনো পিছিয়ে আছেন ট্রাম্প। শেষ মুহূর্তে এসে বড় অঙ্গরাজ্য টেক্সাসে এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের সবকটি পেয়েছেন তিনি।
এছাড়া শেষদিকে উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়ার, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ার মতো সুইং স্টেট বড় ভূমিকা রাখতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাংলাদেশীরা। তবে এসবগুলো রাজ্যেই এ পর্যন্ত প্রাপ্ত ভোটে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তার জয়ের সম্ভাবনা বাড়ছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভোটার নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট বাংলাদেশী বংশোদ্ভূত ড. জাহিদ দেওয়ান শামীম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত জো বাইডেন এগিয়ে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের পাল্লা ভারী বলে মনে হচ্ছে। শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোর ভোট ফলাফলে বড় ভূমিকা রাখবে। এসব রাজ্যগুলোয় বড় ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে ডেমোক্রেটরা ৪৫টি আসন পেয়েছেন। আর রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৬টি। অপর দিকে হাউসে ডেমোক্রেটরা ১৩৭টি আসন পেয়েছে। আর রিপাবলিকানরা এগিয়ে আছে ১৫২টিতে।
ফক্স নিউজ জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কের মতো অঙ্গরাজ্যগুলোতে জিতেছেন ডেমোক্রেটরা। অপরদিকে ফ্লোরিডা, ইন্ডিয়ানা, মিশৌরি, কেন্টাকির মতো অনেক রাজ্যে জয়ী হয়েছে রিপাবলিকানরা। প্রথমিক ফলাফলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই জয়ী হতে পারেন বলে ধারণা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এর কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, বাকি রাজ্যগুলোতে এ পর্যন্ত প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট তুলনামূলক বেশি। তবে সুইং স্টেট হিসেবে পরিচিত অঞ্চলগুলোর ভোট শেষ পর্যন্ত জয়-পরাজয়ে ভূমিকা রাখতে পারে বলে জানানো হয়েছে।