ইলেকটোরাল কলেজ বেশি বাইডেনের, বাকি রাজ্যগুলোয় এগিয়ে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বড় ব্যবধানে এগিয়ে গেছেন জো বাইডেন। এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে জো বাইডেন পেয়েছেন ২০৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৪৮টি। নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হবে।
ফক্স নিউজ জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কের মতো অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটরা। অপরদিকে ফ্লোরিডা, ইন্ডিয়ানা, মিশৌরি, কেন্টাকির মতো অনেক রাজ্যে জয়ী হয়েছে রিপাবলিকানরা। তবে প্রথমিক ফলাফলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই জয়ী হতে পারেন বলে ধারণা দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এর কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, টেক্সাস, জর্জিয়া ও নর্থ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে এ পর্যন্ত প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল কলেজ ভোট তুলনামূলক বেশি। তবে সুইং স্টেট হিসেবে পরিচিত অঞ্চগুলোর ভোট শেষ পর্যন্ত জয়-পরাজয়ে ভূমিকা রাখতে পারে বলে জানানো হয়েছে।