ব্যাগ গুছিয়ে ট্রাম্পের বাড়ি যাওয়ার সময় হয়েছে: বাইডেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ০৯:৪২ AM , আপডেট: ০৪ নভেম্বর ২০২০, ০৯:৪২ AM
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ব্যাগপত্র গোছগাছ করে বাড়ি যাওয়ার সময় হয়েছে।
সোমবার দেশটির ওহাইও অঙ্গরাজ্যে এক সমাবেশে এ মন্তব্য করেন বাইডেন। বাইডেন বলেন, গত চার বছরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন। মার্কিনিদের ঐক্যবদ্ধ করতে পারেননি।
ডেমোক্র্যাট প্রার্থী আরো বলেন, ‘যিনি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, তাঁকে আর প্রেসিডেন্ট হিসেবে দেখব না। যিনি আমেরিকানদের নিরাপত্তা দিতে পারেননি তাঁকে আর প্রেসিডেন্ট পদে দেখতে চাই না। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে আমেরিকানদের সামনে।
ভোট শেষ হওয়ার পর এখন নির্বাচনী ফলের জন্য অপেক্ষায় আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এখন পর্যন্ত যতটুকু ফল বের হচ্ছে, তাতে ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনিসি ও ওয়েস্ট ভার্জিয়ানাসহ ১৩ রাজ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এগিয়ে আছেন। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
আর নিউইয়র্ক, রাজধানী ওয়াশিংটন, নিজের শহর ডেলাওয়ারসহ ১১ রাজ্যে এগিয়ে জো বাইডেন। এর আগের নির্বাচনে এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।
এখন পর্যন্ত বাইডেনের দখলে ১২৬ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্পের ৮৯টি। ম্যাজিক সংখ্যা হলো ২৭০টি। জিততে হলে এই সংখ্যক ইলেক্টোরাল ভোট জিততে হবে প্রার্থীকে। পর্যবেক্ষকরা বলছেন, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে এই নির্বাচনে।