২৭ অক্টোবর ২০২০, ২৩:৫২
ফিফা সভাপতি করোনায় আক্রান্ত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফিফার গভর্নিং বডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ফিফা। বর্তমানে ইনফান্তিনোর শরীরে করোনাভাইরাসের মৃদু উপসর্গ আছে। এই মুহূর্তে নিজ বাসভবনে ১০ দিনের আইসোলেশনে আছেন ৫০ বছর বয়সী ফিফা প্রেসিডেন্টের।
বিবৃতিতে তারা জানিয়েছে, 'পরীক্ষার পর জানা গিয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো করোনাভাইরাস পজিটিভ এসেছেন। প্রেসিডেন্টের মধ্যে মৃদু উপসর্গ রয়েছে এবং সঙ্গে সঙ্গেই ১০ দিনের আইসোলেশনে নিজেকে আইসোলেশনে নিয়েছেন।'