‘পণ্য বর্জনের সিদ্ধান্ত’ প্রত্যাহারের অনুরোধ ফ্রান্সের

ফ্রান্স ইস্যুতে রয়টার্সের খবর
ফ্রান্স ইস্যুতে রয়টার্সের খবর

মধ্য প্রাচ্যের দেশগুলোর খুচরা সংস্থাগুলোকে ফরাসি পণ্য বর্জনে ডাক প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। জনপ্রিয় গণমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি উল্লেখ করা হয়েছে, সাম্প্রতি মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে ফরাসি পণ্য, বিশেষত খাদ্য পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি হযরত মোহাম্মদ (স.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের বিষয়েও ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বয়কটের এই আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে তা বন্ধ হওয়া উচিত। সেই উগ্র সংখ্যালঘু দ্বারা দেশটির বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়।

বিশ্বের গণমাধ্যমগুলো ঘেঁটে দেখা গেছে,  মধ্যপ্রাচ্যের পণ্য বর্জনের এই ডাক সরকারিভাবে নয়, বরং ব্যক্তি উদ্যোগে।ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত সেটিই বন্ধের আহ্বান জানিয়েছে। 


সর্বশেষ সংবাদ