ভারত
দাড়ি কাটতে রাজি, চাকরি ফিরে পাচ্ছেন সেই পুলিশ কর্মকর্তা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:০০ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২০, ১০:০০ PM
বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি রাখার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের উপপরিদর্শক (এসআই) ইন্তেসার আলী চাকরি থেকে বরখাস্ত করা হয়। প্রদেশের বাগপতের রামালা থানার এসআই পরে চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদনও করেছিলেন। তবে শেষ পর্যন্ত দাড়ি কাটতে রাজি হওয়ায় চাকরি ফিরে পাচ্ছেন তিনি।
আজ রবিবার উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করে তাকে কাজে পুর্নবহাল করার কথা জানানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইন্তেসার আলীর জানান, ২০১৯ সালের নভেম্বর মাসে দাড়ি রাখার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু, এখনো তার জবাব পাওয়া যায়নি। গত ২৫ বছর ধরে উত্তরপ্রদেশ পুলিশে কাজ করছি। কিন্তু, এতদিন পর্যন্ত কেউ আমাকে দাড়ি রাখতে বাধা দেয়নি। কিন্তু, এখনই যত সমস্যা হচ্ছে।
এর আগে পুলিশ ম্যানুয়ালের ড্রেস কোড না মেনে দাড়ি রাখার অভিযোগে গত ২০ অক্টোবর উত্তরপ্রদেশের বাগপত জেলার রামলালা থানার এসআই ইন্তেসার আলীকে সাসপেন্ড করা হয়। পুলিশ সুপার অভিষেক সিং তাকে তিনবার দাড়ি কেটে ফেলার জন্য নির্দেশ দিলেও রাজি হননি তিনি। এরপরই অনুমতি ছাড়া দাড়ি রাখার জেরে তাকে সাসপেন্ড করা হয়।
বাগপত জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দাড়ি রাখার জন্য বাগপত জেলার এসআই ইন্তেসার আলীকে সাসপেন্ড করা হয়েছিল। আজ তিনি আমার কাছে লিখিত আবেদন করেছেন যে, পুলিশ ম্যানুয়াল মেনে তিনি দাড়ি কাটতে রাজি আছেন। তাই সাসপেনশন প্রত্যাহার করে তাকে ফের কাজে যোগ দিতে বলা হয়েছে। [সূত্র: সংবাদ প্রতিদিন]