কিরগিজস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ
কিরগজিস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ পদত্যাগ করেছেন। টানা ১০দিন ধরে দেশটির মানুষ ও বিরোধীদল তাঁর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে আসছেন। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নিজেই পদত্যাগের ঘোষণা দেন।
সুরনবাই জেনবেকোভ বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনো ধরনের সংঘর্ষ হোক এটা তিনি চান না। আর তাই ক্ষমতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ৪ অক্টোবর দেশটির সংসদ নির্বাচন হয়। এরপর নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে ৫ অক্টোবর থেকে রাজধানী বিশকেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন ভাঙচুর ছাড়াও বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করে।
গত সপ্তাহে সুরনবাই পদত্যাগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার জাতীয় সংসদ জাপারভকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় এবং সে নিয়োগ প্রেসিডেন্ট সুরনবাই মেনে নেন। কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি। এ অবস্থায় জাপারভক জনগণকে আশ্বস্ত করেছেন, তিনি সুরনবাইয়ের ওপরে চাপ অব্যাহত রাখবেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট নিজেই পদত্যাগের ঘোষণা দেন।