নিউইয়র্কের ভাইরাস সংক্রমিত এলাকায় স্কুল বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে  © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নয়টি এলাকার স্কুল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভর্ণর এন্ড্রু কওমো গতকাল সোমবার ঊ্রুকলিন ও কুইন্সের এইসব এলাকার সরকারি বেসরকারি স্কুলসমূহ বন্ধের এ ঘোষণা দেন। মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে।

এর আগে এসব এলাকায় গত সাত দিন ধরে সংক্রমণের হার তিন শতাংশেরও বেশি। কিন্তু দুটি এলাকায় সাতদিন ধরে সংক্রমণের হার আট শতাংশেরও বেশি বলে জানা গেছে।

এদিকে তিন দিন হাসপাতালে কাটিয়ে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের বাইরে বেরিয়ে আসতে বলেছেন। তিনি বলেন, করোনাকে ভয় করবেন না।

ট্রাম্প এমন এক মহামারীকে আমলে নিচ্ছেন না, যাতে বিশ্বজুড়ে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমনকি কেবল যুক্তরাষ্ট্রেই দুই লাখ ৯ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

করোনাকে ভয় না পাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার হোয়াইট হাউসে ফিরে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ট্রাম্প তার সার্জিক্যাল মাস্ক খুলে ফেলেন। হোয়াইট হাউসে ফেরার পর তার অনুভূতি কী, সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, সত্যিকারের ভালো।

রাজধানী ওয়াশিংটন ডিসির নিকটবর্তী সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

এ সময় সাদা রঙের সার্জিক্যাল মাস্ক পরা ছিলেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের দক্ষিণ চত্বরের সিঁড়ি দিয়ে বারান্দায় ওঠার পর তিনি মাস্ক খুলে ফেলে ছবি তোলার জন্য দাঁড়ান, স্যালুট দেন ও বুড়ো আঙুল উঁচিয়ে সব কিছু ঠিক আছে বলে আভাস দেন।

 


সর্বশেষ সংবাদ