০৬ অক্টোবর ২০২০, ১১:২১

হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিনদিন চিকিৎসা নেয়ার পর এবার হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাস্ক পরিহিত ট্রাম্পকে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে আসতে দেখা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খুব শিগগিরই পুনরায় নির্বাচনী প্রচারণায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

এসময় ট্রাম্প ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, ‘আশা করি আজ হাসপাতাল থেকে ছাড়া পাবো। করোনা নিয়ে ভয়ের কিছু নেই। আগের চেয়ে খুব ভালো অনুভব করছি। গত বিশ বছরেও এমনটা ভালো অনুভব করিনি। কোনোভাবেই করোনা বিস্তার করতে দেবেন না। করোনা মোকাবিলায় প্রশাসন আরো উন্নত ওষুধ তৈরি করছে’।

এছাড়া হাসপাতাল ছাড়ার সময় ট্রাম্প তার চিকিৎসার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

এর আগে বাংলাদেশ সময় সোমবার ট্র্যাম্পের অসুস্থতার কথা শুনে অনেক কর্মী-সমর্থক ওই হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন। আর কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় গাড়ির ভেতরে ছিলেন তিনি। মুখে মাস্কও পড়েছিলেন। তখন হাসপাতালের বাইরে তার গাড়িবহরকে চক্কর দিতে দেখা যায়।