করোনা হতে পারে ট্রাম্পের হেরে যাওয়ার বড় কারণ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০, ০২:১৯ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২০, ০২:১৯ PM
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের (৩ নভেম্বর) ঠিক ৩২ দিন আগে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। তার এ করোনা আক্রান্ত নিয়ে প্রখ্যাত ব্রিটিশ সাময়ীকী ইকোনোমিস্ট এক বিশ্লেষণী প্রতিবেদনে প্রকাশ করে জানায় ‘করোনা হতে পারে নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়ার বড় কারণ।’
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২ অক্টোবর রিড নামের একটি সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি কতটা অসুস্থ, কখন তিনি ভাইরাসটিতে সংক্রমিত হলেন কিংবা কবে নাগাদ তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন এ নিয়ে রয়েছে অস্পষ্টতা।
এদিকে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ভর্তির পরপরই অক্সিজেন নেননি ট্রাম্প। আবার রোববার তিনি জানান শুক্রবার ট্রাম্পের বেশ ভালোই জ্বর ছিল এবং ওইদিন তার অক্সিজেনের প্রয়োজন পড়ে।
গত শনিবার এক ভিডিও বার্তায় কথা বলার সময় গলার স্বর অস্বাভাবিক শোনালেও ভালো বোধ করতে শুরু করেছেন জানিয়ে ট্রাম্প বলেন, আমরা এমন কিছু ঘটতে দেখছি যা ঈশ্বরের কাছ থেকে আসা মিরাকলের মতো।
করোনা ভাইরাস নিয়ে নানারকম বিভ্রান্তিমূলক কথা বলে আসছেন সেই ভাইরাসেই আক্রান্ত হলেন ট্রাম্প। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও তিনি বলেছিলেন, ‘এই মহামারির শেষ দেখতে পাচ্ছেন তিনি।’
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এনবিসির এক জরিপে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। বিতর্কের আগে এই ব্যবধান ছিল ৮ পয়েন্ট।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী সংস্থা ইপসসের করা এক জনমত জরিপে দেখা যায়, ট্রাম্প আক্রান্ত হওয়ার পর মার্কিনিদের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে সমর্থন কিছুটা বেড়েছে বলে ইঙ্গিত মিলেছে। রোববার মার্কিন নির্বাচন নিয়ে সবশেষ ওই জরিপে বাইডেনকে ট্রাম্পের তুলনায় ১০ পয়েন্ট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।