সামনে ‘আসল পরীক্ষা’, বললেন ডোনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে খোদ তিনি, তার চিকিৎসক এবং হোয়াইট হাউজ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো, তবে সামনের দিনগুলোতে ‘আসল পরীক্ষা’। টুইটারে পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এর আগে তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের কথা শোনা যায়। শুক্রবার টুইটারেই এক বার্তায় ট্রাম্প জানান, তার এবং তার স্ত্রীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। কোভিড পরীক্ষার পর তার উন্নতি হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের চিকিৎসকও।

ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, এখনো বিপদ কেটে যায়নি, তবে মেডিকেল টিম আশাবাদী ট্রাম্পের পরিস্থিতি সম্পর্কে। ট্রাম্পের চিকিৎসা দেয়া হচ্ছে ওয়াশিংটন ডিসির কাছেই ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। ট্রাম্প একটি ভিডিও বার্তায় উপস্থিত হন শনিবার রাতে, যেখানে তিনি একটি স্যুট ও সাদা শার্ট পরেন। এসময় তার পরনে কোনো টাই ছিল না।

তিনি বলেন, ‘এখানে যখন এসেছিলাম তখন ভালো বোধ করছিলাম না। কিন্তু এখন আমার অবস্থা বেশ ভালো। সামনের দিনগুলোই হবে আসল পরীক্ষা, আমি আগামী দুইদিনে কী হয় সেটা দেখার অপেক্ষায়।’ তিনি তার নির্বাচনী প্রচারণায় ফিরতে চাইছেন বলেও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৩ নভেম্বর জো বাইডেনের মুখোমুখি হবেন তিনি। নির্বাচনের ঠিক আগে অসুস্থ হয়ে পড়ায় ট্রাম্পের নির্বাচনী প্রচারণাও বাধাগ্রস্থ করেছে। এমনকি নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের একজন নতুন বিচারক নিয়োগ দেয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ট্রাম্পের চিকিৎসক শন কনলি বলেন, ২৪ ঘণ্টায় ট্রাম্পের অক্সিজেন লাগেনি, তার জ্বরও ছিল না এসময়ে। হোয়াইট হাউজের দেয়া তথ্য অনুযায়ী, ট্রাম্পকে আরো কিছু দিন হাসপাতালে থাকতে হবে। ড. কনলিকে বেশ আশাবাদী শোনা গেছে ট্রাম্পের ব্যাপারে। কিন্তু তিনি হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তা নিয়ে কোনো সুনির্দিষ্ট কথা বলেননি।

আবার, হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন, এখনো সুস্থতার পথে এগোননি ডোনাল্ড ট্রাম্প। ২৪ ঘণ্টায় ট্রাম্পের অবস্থা বেশ উদ্বেগজনক মনে হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টা আরো সংকটপূর্ণ হতে পারে।

ট্রাম্পের বয়স এখন ৭৪ বছর এবং তিনি শারীরিকভাবে স্থূলদের ক্যাটাগরিতে পড়েন, এসব অবস্থা কোভিড-১৯ এর জন্য ঝূঁকিপূর্ণ বলে মনে করা হয়। তাকে এখন পর্যন্ত পরীক্ষামূলক কিছু ঔষধ এবং রেমডিসিভির দেয়া হয়েছে। শন কনলি এটুকু নিশ্চিত করেছেন, ট্রাম্পকে এখনো পর্যন্ত অক্সিজেন দেয়া হয়নি। খবর: বিবিসি বাংলা।


সর্বশেষ সংবাদ