পাকিস্তানের গোলাবর্ষণে ৩ ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনী  © ফাইল ফটো

বিবাদপূর্ণ জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় তাদের তিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিরক্ষা সূত্রের বরাতে এ তথ্য দেওয়া হয়েছে।

সূত্র বলছে, সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সামরিক বাহিনীর ফেলা গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতের সামরিক বাহিনীর দাবি, বুধবার রাতে উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলার নওগাঁ সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় দুই সৈন্য নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা বলছে, বিনা উসকানিতে গুলি ছোড়ার মাধ্যমে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে ভারতীয় সামরিক বাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি তাদের। কিন্তু ভারতীয় বাহিনীর গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানি সৈন্য হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।