রাতেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

ক্রিকেটার সাকিব আল হাসান
ক্রিকেটার সাকিব আল হাসান  © ফাইল ফটো

চলতি মাসের ২৯ তারিখে নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের। সেজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু কোয়ারেন্টিন-জটিলতায় শ্রীলঙ্কায় আপাতত যাওয়া হচ্ছে না। তাই সাকিবও ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আজ দিবাগত রাত সাড়ে ৩টায় সাকিবের যুক্তরাষ্ট্রের ফ্লাইট।

এর আগে গত ২৫ দিন বিকেএসপিতে অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব। এসময় সাকিবের সঙ্গে ছিলেন তাঁর শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ পর্যন্ত বিসিবির অনুশীলন সুবিধা ব্যবহার করার ব্যাপারে বিধিনিষেধ ছিল দেশের সেরা অলরাউন্ডারের। সে কারণেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার স্থান বিকেএসপিকেই বেছে নিয়েছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের আপাতত কোনো আন্তর্জাতিক সূচি নেই। করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে দেশে যাবতীয় ক্রিকেট-কার্যক্রমও বন্ধ। শ্রীলঙ্কা সফর যেহেতু হচ্ছে না, তাই বিসিবি ঘরোয়া ক্রিকেট দিয়েই খেলাটা মাঠে ফেরাতে চাচ্ছে। সাকিব অবশ্য শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এলপিএলের নিলামে ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি খেলতে পারতেন সেখানেও।

কিন্তু বিসিবি এ মুহূর্তে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই এলপিএলে যাওয়ার অনাপত্তিপত্র দেবে না। ক’দিন আগেই বোর্ড প্রধান নাজমুল হাসান সেটি বলেছিলেন। তাঁর কথা ছিল, যেহেতু বাংলাদেশেই ঘরোয়া লিগ শুরু হয়ে যাচ্ছে, তাই খেলোয়াড়েরা এখানেই খেলবে।

 


সর্বশেষ সংবাদ