৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫

করোনায় আক্রান্ত সোহম

অভিনেতা সোহম চক্রবর্তী  © ফা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ভারতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। সব সময় অভিনেতার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত সোমবার সোহমের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এটা জানার পর ওইদিনই কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি হন সোহম। এছাড়া তার স্ত্রী ও দুই ছেলের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

করোনায় আক্রান্তের বিষয়ে সোহম আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও কোনো ঝুঁকি নিতে চান না তিনি। রিপোর্ট পাওয়ার পর পরই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হাসপাতালের দারস্থ হন।

প্রসঙ্গত, করোনায় করুণ অবস্থা কলকাতার। দৈনিক তিন হাজারের বেশি আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। যার মধ্যে শুধু কলকাতারই ১৫ জন। আর উত্তর ২৪ পরগনার ১১ জন। আক্রান্তও প্রায় ৭০০ জন করে। করোনা নিয়ে দুই জেলা যেন প্রতিযোগিতায় নেমেছে।