চীনা দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের চিঠি

চীনের পতাকা
চীনের পতাকা  © ফাইল ফটো

বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরে যাওয়ার জন্য দেশটির ঢাকা দূতাবাসে চিঠি দিয়েছে। তবে চীন দূতাবাস জানিয়েছে তাদের দেশ বিদেশি শিক্ষার্থীদের জন্য এখনো উন্মুক্ত হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানায়, সম্প্রতি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আমরা বেশ কয়েকটি চিঠি পেয়েছি। চিঠিতে তারা যত দ্রুত সম্ভব চীনে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চীনা দূতাবাস জানায়, তাদের দেশ এখনো বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিদেশি শিক্ষার্থীদের ব্যাপারে তাদের দেশ বেশ আন্তরিক বলে জানায় তারা।

নভেল করোনো ভাইরাস মহামারি পর্যবেক্ষণ করে শিঘ্রই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় তারা। 


সর্বশেষ সংবাদ