হিজাবের কারণে ভলিবল খেলা থেকে বাদ মুসলিম শিক্ষার্থী

  © সংগৃহীত

হিজাব পড়ার কারণে স্কুলের ভলিবল খেলার প্রতিযোগিতা থেকে এক শিক্ষার্থীকে বাদ দেয়া হয়েছে। ওই ছাত্রীর নাম নাজাহ আকিল। তিনি যুক্তরাষ্ট্রের টেনেস অঙ্গরাজ্যের নাশভিলের ভেলর কলেজিয়েট একাডেমির নবম গ্রেডের শিক্ষার্থী।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভলিবল খেলা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে রেফারি এসে নাজাহ ও তার সহকারি কোচকে বলে, শিক্ষার্থীর হিজাব ন্যাশনাল ফেডারেশ অব স্টেট স্কুল এসোসিয়েশনের নীতি লঙ্ঘনা করছে। দেশের মাধ্যমিক স্কুলে খেলার কিছু নির্দেশনা দেয় ন্যাশনাল বোর্ড। এখন খেলার জন্য নাজাহের বিশেষ অনুমোদন প্রয়োজন।

এ প্রসঙ্গে নাজাহ বলেন, ‘আমি এ জন্য কাঁদছি না যে আমি কষ্ট পেয়েছি। বরং আমি কাঁদছি, কারণ আমি ক্রুদ্ধ। আমি এটাকে অন্যায় বলে মনে করি।’

নাজাহের মা আলিয়া বলেন, আমার বাচ্চা কাঁদছে। কারণ সে মর্মাহত। এটি অন্যায়। ওর সঙ্গে ধর্মের কারণে এমনটি করা হয়। হিজাবের কারণে এমন আচরণ করা হয়।’

আমেরিকার মুসলিম এডভাইজারি কাউন্সিলের নির্বাহী পরিচালক সাবিনা মহিউদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘সংবিধান প্রদত্ত অধিকার অনুসরণ করে টেনেসের অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণের জন্য একজন মুসলিম মেয়েকে কেন আলাদা নিয়ম অনুসরণ করতে হবে? এ নিয়মটি একজন ১৪ বছরের মেয়েকে বন্ধুদের সামনে অপমানের মতো। অথচ দেশের অন্যত্র আমাদের মেয়েরা খেলছে। আইনটি মুসলিম মেয়েদের জন্য এমন যেন মুসলিম হওয়ার জন্য তাদের অনুমতির প্রয়োজন।’

সূত্র : হাফপোস্ট


সর্বশেষ সংবাদ