কুমিরের সাথে বন্ধুত্ব মানুষের, খুনসুটির ভিডিও ভাইরাল
কুমির দেখলে যেখানে মানুষ দৌড়ে পালায়, সেখানে কিনা কুমিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন অস্ট্রেলিয়ার নাগরিক ম্যাট রাইট। অস্ট্রেলিয়ার উত্তর টেরিটরিতে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরের সাথে ম্যাটের খুনসুটির এক ভিডিও ছড়িয়ে পড়লে তা সকলের নজরে আসে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
ভিডিওতে দেখা যায়, ম্যাট পানিতে থাকা গাছের গুরি সরিয়ে খুব শান্তভাবে কুমিরটিকে হাত দিয়ে স্পর্শ করছেন। কুমিরটিকে থামতে এবং চলতে আদেশ করছেন। কুমিরটিও ম্যাটের কথা মতো পানি দিয়ে চলছে, থামছে এবং এগিয়ে যাচ্ছে।
তিন দিন আগে ম্যাট তার ইনস্টাগ্রামে এই ভিডিওটি পোস্ট করেন। পোস্ট করার পর পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে ৭ হাজার মন্তব্য জমা পড়ে।
মন্তব্যকারীদের মধ্যে অনেকে তার এ কাজের প্রশংসা করেছে। আবার কেউ কেউ খুবই বিপদজ্জনক বলে সমালোচনা করেছেন।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বনেকরানচার’ নামক এই কুমিরের সাথে অনেক আগে থেকেই আমার পরিচয়। এই কুমিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তুলেছি।