ক্রিকেটে ফেরার আগেই নিলামে সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন আগামী ২৯ অক্টোবর। তবে এরই মধ্যে তাকে নিয়ে শ্রীলঙ্কায় মেতে উঠতে ব্যস্থ ছোট ফরমেটের টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এজন্য তার ফেরার আগেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠেছে বাংলাদেশি তারকার।
আগামী ১৪ নভেম্বর থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের নিলাম হবে ১ অক্টোবর। এরই মধ্যে দেশেটির ক্রিকেট বোর্ড নিলামের জন্যই বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন। যেখানে ১৫০ জনের এই তালিকায় রয়েছেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান।
সাকিব ছাড়াও উদ্বোধনী আসরে হাইপ্রোফাইল বিদেশি তারকার মধ্যে রয়েছেন- ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরো, মুনাফ প্যাটেল ও ভারনন ফিল্যান্ডার।
লঙ্কান বোর্ড জানিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬জন বিদেশি ক্রিকেটার কিনতে পারবে। আর এই তালিকা থেকে ৫টি দলে জায়গা পাবেন সর্বোচ্চ ৩০জন আন্তর্জাতিক ক্রিকেটার। তবে স্থানীয় ক্রিকেটারের বেলায় সংখ্যাটা আরও বেশি। ৫টি দল মিলে মোট ৬৫ জন স্থানীয় ক্রিকেটার সুযোগ পাবেন।
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরুতে হওয়ার কথা ছিল আগস্টে। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় নভেম্বর পর্যন্ত। এখন সেটি শুরু হবে ১৪ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে থাকবে ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।