১১ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫
নিজেকে করোনামুক্ত ঘোষণা নেইমারের
গত ২ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এমন খবরে নেইমার ভক্তদের হৃদয় ভেঙেছিল। তবে ভক্তদের শুখবর দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এই তারকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ‘করোনা মুক্ত’ তিনি।
ছোট্ট ওই টুইটে নেইমার লিখেছেন, ‘আমি অনুশীলনে ফিরেছি। ভীষণ ভালো লাগাছে।’ হ্যাশট্যাগে লিখেছেন ‘করোনা আউট’।
করোনার কারণে পিএসজির সাতজন তারকা খেলোয়াড় স্কোয়াডের বাইরে চলে গেছে। এদের মধ্যে নেইমার ও কিলিয়ান এমবাপ্পে আছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হওয়ার পর ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হন নেইমার। তাকে ছাড়া লিগ ওয়ানের নতুন মৌসুম হার দিয়ে শুরু করেছে পিএসজি। সেটাও আবার নবাগত এক দলের কাছে।