রাম মন্দিরের নির্মাণ তহবিল থেকে ৬ লাখ টাকা চুরি
চেক জালিয়াতি করে ভারতের অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬ লাখ টাকা চুরি হয়েছে। অযোধ্যার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক কুমার জানিয়েছেন, এ ঘটনায় প্রতারণাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দীপক জানান, চেক নকল করে একবার ২.৫ লক্ষ টাকা ও একবার ৩.৫ লক্ষ টাকা তোলা হয়। রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পট রাইয়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়ের প্রতারকের বিরুদ্ধে এফ আইআর দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, যে সিরিয়াল নম্বরের চেক দু’টি ভাঙিয়ে ৬ লক্ষ টাকা তোলা হয়েছে, সেই সিরিয়াল নম্বরের আসল চেক ট্রাস্ট কর্তৃপক্ষের কাছে রয়েছে।
কীভাবে জালিয়াতি সামনে এল? ডিআইজি জানান, বুধবার বিকেলে ট্রাস্টের সম্পাদক চম্পট রাইয়ের কাছে ব্যাংকের তরফে একটি ভেরিফিকেশন কল আসে। তাঁকে জানানো হয়, মন্দিরের অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ ৮৬ হাজার টাকা তোলা হচ্ছে। এরপরই ধরা পড়ে জালিয়াতি।
রামের ঘরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই দেশটিতে শোরগোল পড়ে গেছে। বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা জানিয়েছেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে’।