০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২

জাতিসংঘের প্রতিযোগিতায় বাংলাদেশি সর্বকনিষ্ঠ বিচারক

  © সংগৃহীত

বাংলাদেশি খুদে চিত্রশিল্পী মুহাম্মদ জারীফ সালেহ (১৩) জাতিসংঘের ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক হিসেবে কাজ করেছে। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৪৪টি দেশের কিশোররা অংশ নেয়। যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৯ বিচারকের মধ্যে জারীফ ছিল সর্বকনিষ্ঠ।

কনিষ্ঠ বিচারক হিসেবে মনোনীত হওয়া জেনেভা থেকে জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া ২৭ আগস্ট বিচারক জারিফকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

খুদে চিত্রশিল্পী জারিপ বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের বড় ছেলে।

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জারীফ।