দিল্লিতে খালসা জঙ্গিদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৪২ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৩ PM
ভারতের রাজধানী দিল্লিতে বব্বর খালসা জঙ্গিদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। ঘটনার পরে উত্তর পশ্চিম দিল্লি থেকে দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার গুলির লড়াইয়ের পর বব্বর খালসা ইন্টারন্যাশানাল গোষ্ঠীর ওই দুই জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম দিলওয়ার সিং ও কুলওয়ান্ত সিং। দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জঙ্গির কাছ থেকে ছয়টি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পাঞ্জাবে বেশ কয়েকটি নাশকতার মামলায় ওই দু’জনকে খুঁজছিল পুলিশ। কানাডা, ব্রিটেন, জার্মানি ও ভারতের কয়েকটি জায়গায় সক্রিয় এই বব্বর খালসা ইন্টারন্যাশনাল। ২০১৯ সালে এই জঙ্গি গোষ্ঠীর চার জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ।
তারা পঞ্জাবের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার ছক কষেছিল। ১৯৭৮ সাল প্রতিষ্ঠা করা হয় বব্বর খালসা ইন্টারন্যাশনাল। আশির দশকে গোটা পঞ্জাব জুড়েই এদের দৌরাত্ম্য ছিল। তবে পুলিশের টানা নজরদারির ফলে নব্বইয়ের দশকে এদের প্রভাব পঞ্জাবে কমে যায়। খবর: জি২৪ঘন্টা।