প্রয়াত নায়ক সালমানকে নিয়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস
বর্তমান চলচ্চিত্রে ভারতীয়দের আগ্রাসন থেমে নেই। রাস্তায় বেরোলেই কোথাও না কোথায় শুনতে পাওয়া যায় হিন্দি গানের শুর। তবে একটা সময় ছিল যখন বাংলা সিনেমার জন্য মুখিয়ে থাকতেন এ দেশের ছবি প্রেমীরা। এর পেছনে মূল ভূমিকা রেখেছিলেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী প্রয়াত নায়ক সালমান শাহ।
আজ রোববার এই মহা নায়কের মৃত্যুবার্ষিকীতে। দিনটিতে ভক্তদের স্মরণ ও শ্রদ্ধায় ভাসছেন তিনি। মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তা একটুও কমেনি তার। বরং বর্তমান প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হয়ে আছেন সালমান।
মৃত্যবার্ষিকীতে প্রয়াত নায়ককে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ফেসবুক পোস্টে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন প্রয়াত নায়ক সালমান শাহকে। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য শাকিব খানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো...
‘সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূঁড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই। তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তাঁর চেয়ে আর বেশি কে জানতো! মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তাঁর সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তাঁর মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল! তবু থেমে যাননি সালমান ভাই। অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃত্যুর চব্বিশ বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়। বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।
আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি- সালমান ভাইয়ের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠছিলেন। তাকে দেখে কতো তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসুরি অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।।’
উল্লেখ্য, ৯০ দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এ অভিনেতা মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার বেশিরভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। মাত্র তিন বছরের অভিনয় জীবনে এমন দর্শকপ্রিয়তা চলচ্চিত্র ইতিহাসে বিরল।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে উঠেছিলেন এ নায়ক। ১৯৯৬ সালের এই দিনে (৬ সেপ্টেম্বর) তার অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে এই অধ্যায়ের সমাপ্তি ঘটে।