প্রণব মুখার্জিকে ‘মহান নেতা’ বললেন ডোনাল্ড ট্রাম্প
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণব মুখার্জিকে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছেন তিনি। নিজের টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর বিষয় জানতে পেরে আমি শোকাহত।’
পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়কে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে দেশবাসী ও প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই টুইটের আগে মাইক পম্পেও এক বিবৃতিতে প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দূরদর্শী নেতৃত্ব যুক্তরাষ্ট্র এবং ভারতকে একত্রে আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল।
উল্লেখ্য, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর করোনা রিপোর্টও ছিল পজিটিভ। তাঁর মৃত্যুতে দেশজুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখার্জি। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর তাঁর একটি অস্ত্রোপচারও হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল তাঁর। প্রত্যেকদিন তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়া হচ্ছিল হাসপাতালের তরফ থেকে। তাঁর এই প্রয়ান দেশের এক বড় ক্ষতি বলে মনে করছেন সকলে।