সাকিবের নিলামে জিতলেই মিলবে ম্যানইউ'র টিকিট

  © সংগৃহীত

মহামারি করোনাকালের শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নিজের নামে গড়া সংগঠন 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'। সংগঠনটি এবার বন্যার্তদের সাহায্যেও কাজ শুরু করেছে। আর তার অনুদান সংগ্রহ করার জন্য এক চ্যারিটি নিলামের আয়োজন করা হয়েছে। যা আজ মঙ্গলবার 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' এর পেজে অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার এ বিষয়ে সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভ্যারিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লেখেন, ‘আগামি ১ সেপ্টেম্বর সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি নিলাম। নিলামে বিজয়ী জিতে নিতে পারেন প্রখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডের মাঠে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিট।

গালফ অয়েল বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় নিলাম থেকে প্রাপ্ত সব অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সাহায্যে। এছাড়া অনুদান দিতে লেখেন, যেকোনো প্রকার অনুদান দিয়ে সহায়তা করতে ভিজিট করুন: www.sahfbd.com


সর্বশেষ সংবাদ