২৮ আগস্ট ২০২০, ১৬:০৪

সুরা ফাতেহা পাঠ করে কৃষাঙ্গ জ্যাকবের জন্য সুবিচার চাইলেন তার বাবা

  © সংগৃহীত

ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনের সুরা ফাতেহা পাঠ করে সবার কাছে সুবিচার চাইলেন যুক্তরাষ্ট্রের গুরুতর আহত কৃষাঙ্গ জ্যাকব ব্ল্যাকের বাবা। গত মঙ্গলবার পবিত্র কোরআনের প্রথম সুরা পাঠ করে সবার কাছে সন্তানের জন্য সুবিচার ও চিকিৎসা কামনা করেন জ্যাকব ব্ল্যাকের বাবা।

যুক্তরাষ্ট্রের রিলিজিয়ান নিউজ এজেন্সির এক খবরে বলা হয়, পঠিত সুরার সাতটি আয়াত সন্তানকে মারা সাতটি বুলেটের দিকে ইঙ্গিত করে। জ্যাকবের বাবার পড়া সুরাটি অনেকে বুঝতে পারেনি, কিন্তু তাঁর কণ্ঠে ছিল বেদনার ছাপ। অশ্রুসিক্ত চোখে তিনি সবার কাছে সুচিকিৎসা ও বিচার প্রার্থনা করছেন।

আরএনএস-এ প্রকাশিত কলামে লেখক ড. উমর সুলাইমান বলেন, ‘জ্যাকব মুসলিম হোক বা অমুসলিম, এটি আমেরিকার কৃষাঙ্গদের নিয়মতান্ত্রিক অমানবিকতার বহিঃপ্রকাশ এবং পুলিশি বর্বরতার ধারাবাহিক চিত্র।’

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসা শহরে এক পুলিশ সদস্যের গুরুতর গুরুতর আহত হন জ্যাকব ব্লেক নামের এক কৃষাঙ্গ যুবক। কৃষাঙ্গদের প্রতি পুলিশের বর্বরতার প্রতিবাদের বিক্ষোভ শুরু হয়। 

 

সূত্র : আরএনএস