২৩ আগস্ট ২০২০, ১৯:১১

৫০ কিলোমিটার হেঁটে অনলাইন ক্লাসে অংশ নিচ্ছে শিশুরা

প্রতীকী

ভারতের মহারাষ্ট্র উপকূলের গ্রামের ২০০ শিক্ষার্থী প্রতিদিন ৫০ কি.মি হাঁটে শুধুমাত্র অনলাইন ক্লাসে উপস্থিত হতে। কারণ নিজ গ্রামে নেই ইন্টারনেট সেবা। তাই ৫০ কি.মি দূরের গ্রামের ইন্টারনেটই এখন ভরসা। এরই মধ্যে দুই মাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

ইন্টারনেট পেতে জাতীয় শিশু সুরক্ষা কমিটিতে গিয়েও মিলেছে শুধু আশ্বাস। এ বিষয়ে এই কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্কা কানুনগো বলেন, আমরা সেলুলার সংস্থা ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। দ্রুত ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করতে বলা হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

দেখুন: পাহাড়ে বসে অনলাইন ক্লাস করছে পাকিস্তানের শিক্ষার্থীরা

প্রিয়াঙ্কা কানুনগো জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, ৩ জুনের নিসর্গ ঝড়ে ওই এলাকা লণ্ডভণ্ড হয়েছে। ফলে সেই দিন থেকে গ্রামবাসীরা মোবাইল ও ইন্টারনেট পরিষেবা থেকে বঞ্চিত। এই কারণে ওই এলাকার প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রতিদিন বাধ্য হচ্ছে ৫০ কি.মি হেঁটে অনলাইন ক্লাস করতে। এ বিষয়ে আপনার প্রশাসনকে তৎপর হতে আবেদন জানাচ্ছি।

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়ে ওড়িশার শিক্ষামন্ত্রী সমীর রঞ্জন দাস জানিয়েছেন, দুর্বল ইন্টারনেট সংযোগের জেরে অনেক ছাত্র অনলাইন ক্লাস করতে কয়েক মাইল হেঁটে কোনও স্থানে যাচ্ছে। কেউ আবার গাছ বা উঁচু পাহাড়ে উঠে পড়ছে নেটওয়ার্কের খোঁজে।

তিনি জানান, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে নেট যোগাযোগের সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলেছেন। করোনার জেরে যেহেতু মার্চ মাস থেকে স্কুল বন্ধ, তাই রাজ্য সরকার অনলাইনে ক্লাস শুরু করেছে।