বিনামূল্যেই করোনার ভ্যাকসিন পাবেন মার্কিন নাগরিকরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০২:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২০, ০২:৫৪ PM
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন আসলে তা বিনামূল্যে তা মার্কিন নাগরিকদের দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে তারা এমনটি জানান।
করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে এরই মধ্যে ছয়টি কোম্পানির সঙ্গে এ পর্যন্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে ওয়াশিংটন। আর এর ফলে ওই কোম্পানিগুলোর কার্যকর ভ্যাকসিন বের হলেই সেগুলো পাবে যুক্তরাষ্ট্র। আর এগুলোই মার্কিন নাগরিকদেরকে বিনামূল্যে দেওয়া হবে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা পল ম্যাঙ্গো বলেন, আমরা কোনোভাবেই আমাদের ভ্যাকসিন পর্যবেক্ষণের কঠোরতা কমাচ্ছিনা। এর সাহায্যে আমরা ভ্যাকসিনগুলো মূল্যায়ন করবো এবং আশা করি আমরা একটি কার্যকর ভ্যাকসিন পাবো।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও ভাইরাসটিতে সংক্রমণ হয়ে মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ১৫ হাজার ৬৬৬ জন। মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৪১৫ জন।
সূত্র: এএফপি