১২ আগস্ট ২০২০, ২৩:৪২

টিডিসি সাধারণ জ্ঞান মডেল টেস্ট

  © প্রতীকী ছবি

১) বিশ্বের প্রথম করোনা টিকার নাম?

    ক. স্পুটনিক-৫ খ. স্পুটনিক-১ গ. স্পুটনিক-৭ ঘ. স্পুটনিক-৬

২) ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজক দেশ?

     ক. অস্ট্রেলিয়া খ. ইংল্যান্ড গ. নিউজিল্যান্ড ঘ. ভারত

৩) মাতৃভাষায় অবদানের জন্য সরকার সম্প্রতি কোন পদক দেয়ার সিদ্ধান্ত নেয়?

      ক. অমর একুশে পদক খ. মাতৃভাষা পদক গ. স্বাধীনতা পদক ঘ. বাংলা একাডেমি পদক

৪) বৈরুত বিস্ফোরণকে কেন্দ্র করে সদ্য পদত্যাগ করা লেবাননের প্রধানমন্ত্রীর নাম কী?

       ক. হাসান দিয়াব খ. হাসান আলী গ. হাসান শরীফ ঘ. হাসান খান

৫) প্রথম আরব দেশ হিসেবে কোন দেশ মঙ্গল গ্রহের উদ্দেশে মহাকাশ অভিযান শুরু করে?

       ক. বাহরাইন খ. কাতার গ. সংযুক্ত আরব আমিরাত ঘ. ইরাক

৬) মেরিন ড্রাইভ কোথায় অবস্থিত?

        ক. টেকনাফ খ. উখিয়া গ. কক্সবাজার ঘ. রামু

৭) বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিন/টিকার অনুমোদন দিয়েছে?

        ক. আমেরিকা খ. চীন গ. রাশিয়া ঘ. যুক্তরাজ্য

৮) বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয়?

        ক. ১৯০৯ ডলার খ. ২০৬৪ ডলার গ. ১৭৫৯ ডলার ঘ. ২১৮৮ ডলার

৯) দেশে বর্তমান বনভূমির পরিমাণ মোট কত শতাংশ?

        ক. ১৬.১৭ শতাংশ খ. ১৬.২০ শতাংশ গ. ১৮.১৭ শতাংশ ঘ. ১৭.৭৮ শতাংশ

১০) জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ?

         ক. ৫ম খ. ৮ম গ. ৬ষ্ঠ ঘ. ৯ম

উত্তর

১. ক ২. ঘ ৩. খ ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ