১২ আগস্ট ২০২০, ১৩:১০

করোনার প্রভাবে দুশ্চিন্তাগ্রস্ত বিশ্বের অর্ধেক তরুণ: জাতিসংঘ

  © প্রতীকী ছবি

মহামারি করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বের প্রায় অর্ধেক তরুণই দুশ্চিন্তায় ভুগছেন। এছাড়া বিশ্বের এক তৃতীয়াংশ তরুণ এই ভাইরাসের প্রভাবে ভবিষ্যত ক্যারিয়ার নিয়ে শঙ্কিত। গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

‘ইয়ুথ এন্ড কোভিড-১৯ ইমপ্যাক্টস অন জবস, এডুকেশন, রাইটস এন্ড মেন্টাল ওয়েল বিং’ নামক জরিপটি চালায় জাতিসংঘের সংগঠন আন্তর্জাতিক শ্রম সংস্থা। জরিপে বলা হয়, যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তরুণরা করোনা মহামারির প্রভাবে দীর্ঘকাল ধরে ভুগবেন।

১১২টি দেহের ১২ হাজারের বেশি তরুণ এই জরিপে অংশ। জরিপে অংশ নেওয়া বেশিরভাগ তরুণই ছিলেন শিক্ষিত। তারা ইন্টারনেটের মাধ্যমে জরিপটিতে অংশ নেন।

জরিপের বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গায় রাইডার বলেন, করোনা মহামারি তরুণদের ওপর একাধিক ধাক্কা দিয়েছে। এটা শুধু যে কাজ এবং কাজের সম্ভাবনা ধ্বংস করছে তা নয়। এটি শিক্ষা , প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্যের ওপর একটি মারাত্বক প্রভাব ফেলছে।