বেশি বেশি ‘তাকবিরে তাশরিক’ পড়ুন— টুইটারে তাকি উসমানী
বেশি বেশি ‘তাকবিরে তাশরিক’ পড়ার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানী। তিনি বলেছেন, জিলহজের প্রথম দশক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের আমলসহ এই সময়ে করা হয় কুরবানি।
জিলহজের প্রথম দশকে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যান্য আমলও আল্লাহ তায়ালার কাছে অনেক পছন্দের। বিশেষ করে ১ জিলহজ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা। সবগুলো রোজা সম্ভব না হলে অন্তত ৯ জিলহজ আরাফার দিনে রোজা রাখা। এছাড়াও বিশেষ একটি আমল হল ‘তাকবিরে তাশরিক’।
টুইট বার্তায় তাকী উসমানী বলেন, তাকবিরে তাশরিক তথা, اللہ اکبر اللہ اکبر لاالہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে উঁচু আওয়াজে পড়া ওয়াজিব। জিলহজ মাসের প্রথম দিন থেকেই এই তাকবির সচরাচর পড়া মুস্তাহাব।
তিনি বলেন, ‘হাদিস শরীফে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে’।