২৫ জুলাই ২০২০, ২২:৩০

মালয়েশিয়ায় গ্রেপ্তার রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে

  © ফাইল ফটো

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় রায়হানকে আটক করা হয়।

শনিবার (২৫ জুলাই) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তের সার্থেই রায়হানকে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

এদিকে দেশটির ইমিগ্ৰেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, কাগজপত্র এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায়হানকে অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে। তাকে বাংলাদেশে পাঠাতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমিনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।