২৫ জুলাই ২০২০, ১১:২৫

ছেলের অনলাইন ক্লাসের জন্য শেষ সম্বল গরু বেচে স্মার্টফোন কিনলেন বাবা!

  © সংগৃহীত

শুধুমাত্র গরুর দুধ বিক্রি করে কোনো রকম যে সংসার চলতো, ছেলের অনলাইন ক্লাসের জন্য নিজের সেই শেষ সম্বল গরু বিক্রি করে স্মার্টফোন কিনে দিলেন এক বাবা। ঘটনাটি ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখীর গুমার গ্রামের কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির।

কুলদীপ কুমার জানান, তার আর কোনো উপায় ছিল না। সন্তানদের পড়াশোনা শেখাতে চেয়েছিলেন তিনি। মাত্র একটা স্মার্টফোনের জন্য তিনি তাদের পড়াশোনা মাঝপথে বন্ধ করতে রাজি হননি। তাই নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে সন্তানদের স্মার্টফোন কিনে দেন।

পরিবারে শেষ সম্বল বলতে ঘরে ছিল পোষা গরু। আর কিছুই ছিল না তার কাছে বিক্রি করার মতো। দায়িত্ব অনেক। কারণ সন্তানদের বাবা তিনি। যেভাবেই হোক দায়িত্ব পালন তো করতে হবে!

তবে জ্বালামুখীর বিধায়ক রমেশ ধাওয়ালা সংবাদমাধ্যমের থেকে কুলদীপের দুরাবস্থা জানার পর এগিয়ে এসেছেন। ওই একটিমাত্র গরুর দুধ বিক্রি করে চলত কুলদীপের সংসার। স্মার্টফোন কিনতে গিয়ে এখন তিনি সহায়সম্বলহীন। দুই সন্তানের মধ্যে অন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে। আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে।

অনেক চেষ্টা করেও স্মার্টফোন কেনার টাকা জোগাড় করতে পারেননি কুলদীপ। তাই শেষমেশ নিজের শেষ সম্বলটুকু বিক্রির করার কঠিন সিদ্ধান্ত নেন।