২৪ জুলাই ২০২০, ১৫:৪১

করোনা সংক্রমণের আতঙ্কে বাসিন্দাদের ভেতরে রেখেই বাড়ি সিলগালা!

  © সংগৃহীত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে এমন খবর পেয়ে ভারতের বেঙ্গালুরুর ওই আক্রান্তের বাসাসহ পাশের আরেকটি ফ্ল্যাট সিলগালা করে দেন স্থানীয় পৌরসভার কর্মীরা। এদিকে তাড়াহুড়োয় তাঁরা খেয়ালই করেননি যে ওই দুই বাসার বাসিন্দারা রয়ে গেছেন ঘরের ভেতরেই।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বেঙ্গালুরুর ডোমমালু এলাকার কাছে দুটি পাশাপাশি ফ্ল্যাটের দরজা সিল করার পর জানা যায়, ভেতরে আটকা পড়েছেন এক বৃদ্ধ দম্পতি ও দুই শিশু। খবর পাওয়ার পর যদিও তড়িঘড়ি তাঁদের সে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়।

পরে ব্রাহাট বেঙ্গালুরু মহানগরা পালিকের (বিবিএমপি) কমিশনার এন মঞ্জুনাথ প্রসাদ পৌরসভার ‘স্থানীয় কর্মীদের অতি উৎসাহের জন্য’ ক্ষমা চান। ফ্ল্যাটের ব্যারিকেডগুলো তৎক্ষণাৎ খুলে দিয়ে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার এক সপ্তাহের টানা লকডাউন শেষ হওয়ার পরও যাতে বেঙ্গালুরুতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বলেছেন, রাজ্যে কনটেইনমেন্ট জোনগুলোর বাইরে আর কোনো লকডাউন করা হবে না। কিন্তু যেখানে সংক্রমণের খবর মিলবে, সেখানে দ্রুত আক্রান্তের ঘরবাড়ি সিল করে দেওয়া হবে। ইয়েদুরাপ্পার সে নির্দেশকে বাস্তবে পরিণত করতে গিয়েই ওই ঘটনা ঘটে বলে মনে করছেন অনেকেই।