এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিল চীন
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার ঠাণ্ডা লড়াই ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগের পর এবার উভয় দেশে কনস্যুলেট বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার প্রতিবাদ হিসেবে আজ যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন সরকার।
শুক্রবার (২৪ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিসিটিভি এ খবর প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে অবস্থিত চীনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়ার এক দিন পর এ সিদ্ধান্ত নিলো চীন। চেংগদুতে অবস্থিত ওই কনস্যুলেট-এর সব কার্যক্রম দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে চীন।
বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, হিউস্টনে চীনা কনস্যুলেট ভবনের আঙ্গিনায় কিছু নথি পুড়িয়ে ফেলার একটি ভিডিও প্রকাশের পর ২২ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে চীনের ওই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়া হয়। শুক্রবারের মধ্যে এই নির্দেশ কার্যকরের বাধ্যবাধকতা দিয়েছিলো মার্কিন সরকার। নিজেদের মেধাস্বত্ব ও গোপনীয়তা রক্ষার জন্য এটাকে যথাযথ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র।
কনস্যুলেট বন্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ সিদ্ধান্তকে আপত্তিজনক এবং অন্যায় বলে মন্তব্য করেন। তখন আশঙ্কা করা হচ্ছিলো যে, পাল্টা জবাব হিসেবে চীনও এধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো।