পাশাপাশি নয়, আইপিএলে হতে পারে ‘ঘরে বসে ধারাভাষ্য’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৩:০৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২০, ০৩:৪৮ PM
দীর্ঘ প্রতীক্ষার পর মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে মাঠে খেলা হলেও এবার ধারাভাষ্যকারদের নিয়ে বিকল্প ভাবনা আইপিএল কর্তৃপক্ষের।
বর্তমান পরিস্থিতিতে অনেকটা চ্যালেঞ্জের মুখে খেলার ধারাভাষ্য। বিশেষ করে যেসব খেলা বা টুর্নামেন্টে বিদেশি ধারাভাষ্যকার থাকে, তারা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পড়েছেন বিপাকে। এবার ঘর থেকেই সংশ্লিষ্ট ধারাভাষ্যকারদের দিয়ে ধারাভাষ্য দেওয়ার ব্যবস্থা করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই।
মূলত মাঠে সীমিত সংখ্যক লোক এনে আইপিএল আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর বিসিসিআই। এমন অবস্থায় ভার্চুয়াল কমেন্ট্রি বা ধারাভাষ্য আসন্ন আইপিএলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এর আগে বারোডা থেকে ইরফান পাঠান, কলকাতা থেকে দীপ দাশগুপ্ত এবং মুম্বাই থেকে সঞ্জয় মাঞ্জরেকার দিয়েছেন ‘ভার্চুয়াল কমেন্ট্রি’। এছাড়াও স্টার স্পোর্টসের পরিচালক মাইসোরে নিজের বাড়িতে বসেই নিয়ন্ত্রণ করেছেন কমেন্ট্রি প্যানেল।
সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক এ পেসার বলেছেন, ‘অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের। যদিও শুরুতে ঘাবড়ে গিয়ে ছিলাম। কারণ, ইন্টারনেট গতির ওপর অনেক কিছু নির্ভর করে। ভালো ইন্টারনেট না পেলে স্পষ্ট আওয়াজ শোনা যাবে না। লাইভ ম্যাচের সময় অনেক কিছু ঘটে। পরিস্থিতি অনুযায়ী ধারাভাষ্য দেওয়া যাবে কি না, তা নিয়েও উদ্বেগ ছিল। শেষ পর্যন্ত আমি সন্তুষ্ট।’
ইরফান আরো বলেন, ‘বাড়িতে বসে মাঠের সব কিছু দেখা সম্ভব নয়। তাই খেলার বাইরে কী হচ্ছে, তা জানা যাবে না। তবে আইপিএলে এ রকম কিছু হলে অভিনব উদ্যোগ হবে।’
সম্প্রচারকারী স্টার স্পোর্টসের তরফে বলা হচ্ছে, আগামী দিনের ‘কমেন্ট্রি ফ্রম হোম’ বিষয়টাই সাধারণ হতে চলেছে। সব মিলিয়ে এবারের আইপিএল সব অর্থেই নতুনত্বের সাক্ষ্য রাখতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।