ডব্লিউএইচওর তথ্যচিত্রে করোনাযুদ্ধে সফল ২ দেশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০১:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২০, ০১:৩২ PM
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণে নিয়ন্ত্রণ এবং ভাইরাস নির্মূলে দুটি দেশের নাম উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি তথ্যচিত্রে। সংস্থাটির দেয়া তথ্যমতে দেশ দুটি হলো নিউজিল্যান্ড ও এশিয়ার দেশ থাইল্যান্ড। এই তথ্যচিত্রের জন্য শুটিংয়ে ডব্লিউএইচওর একটি দল এখন থাইল্যান্ডে আছে।
থাইল্যান্ডের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডিপার্টমেন্ট অব মেডিকেল সায়েন্সের পরিচালক ড. বালাং উপাপাং তাঁর ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন। থাইল্যান্ডে কাজ করা ডব্লিউএইচওর এক কর্মকর্তা গতকাল বুধবার ব্যাংকক পোস্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ড. বালাং ধারণ করা তথ্যচিত্রে তাঁর দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরেন। সেখানে তার দেশের করোনা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘এক প্রদেশ, এক পরীক্ষাগার, এক দিনে রিপোর্ট—এই আমাদের নীতি। এখন সারা দেশে ২০৭ টি পরীক্ষাগার আছে।’
এদিকে আজ বৃহস্পতিবার দেশটিতে মাত্র ছয়জন করোনা রোগী শানাক্ত হয়েছে। তাঁদের সবাই বাইরে থেকে আসা। এ পর্যন্ত দেশটিতে সংক্রমিত রোগী ৩ হাজার ২৬১। এর মধ্যে সেরে উঠেছেন ৩ হাজার ১০৫ জন। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ যাবৎ মারা গেছেন ৫৮ জন।