২২ জুলাই ২০২০, ১৭:১৮

এক হাজার টাকায় অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়া যাবে ভারতে

  © ফাইল ফটো

শিগগির ভারতে অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। পরীক্ষায় উতরে গেলে এই প্রতিষেধক মাত্র এক হাজার টাকায় পাবে দেশটির সাধারণ মানুষ।

জানা গেছে, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে আসার প্রত্যাশা করছেন ভারতের স্বাস্থ্য সংশ্লিষ্টরা। অক্সফোর্ডের তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন করবে মহারাষ্ট্রে পুনের সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তারা যে পরিমাণ প্রতিষেধক তৈরি করবে তার অর্ধেকই পাবে ভারত। বাকি অর্ধেক বিশ্বের অন্যান্য দেশ পাবে।

সংস্থাটির প্রধান আদার পুনাওয়ালা জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন বাজারে এসে যাবে।

ভ্যাকসিনের দাম নিয়ে পুনাওয়ালা বলেন, এই ভ্যাকসিনের দাম হবে এক হাজার টাকা। এখন করোনা পরীক্ষা করাতে আড়াই হাজার টাকা লাগে। অনেক ওষুধের দাম হাজার দশেকের মতো। কিন্তু তাঁরা দাম কম রাখছেন। সরকার সম্ভবত অধিকাংশ ভ্যাকসিন কিনে তা বিনা পয়সায় সবার কাছে পৌঁছে দেবে। প্রতিটি সরকারের টিকাকরণ প্রকল্প আছে। তার অধীনেই এই ভ্যাকসিন বিনা পয়সায় পাওয়ার কথা। আফ্রিকার দেশগুলোর জন্য দুই থেকে তিন ডলারে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও বলেন. আমরা লাভ করার জন্য ভ্যাকসিনের দাম বাড়িয়ে বিক্রি করব না। গোটা বিশ্ব মহামারির সঙ্গে লড়াই করছে। আমাদের দর্শন হলো, এখন কম দামে ভ্যাকসিন দেওয়া। মহামারি শেষ হয়ে গেলে তখন বাণিজ্যিক স্বার্থের কথা ভাবা যাবে। তার আগে নয়। আমরা তিন মাস ধরেই এই ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি নিচ্ছি। আমরা বাণিজ্যিকভাবে লাভজনক অন্য টিকার উৎপাদন কমিয়ে দিয়েছি।

সূত্র: ডয়েচে ভেলে