২১ জুলাই ২০২০, ১০:৩৪

শিক্ষক, চিকিৎসকসহ ৯ লাখ কর্মীর বেতন বাড়ছে যুক্তরাজ্যে

  © বিবিসি

যুক্তরাজ্যে পাবলিক সার্ভিসে কাজ করা প্রায় ৯ লাখ কর্মীর বেতন বাড়ানো হচ্ছে। ২০২০-২১ অর্থবছরের জন্য তাদের বেতন বাড়ানো হবে। এর মধ্যে আছেন শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। উদ্বৃত্ত বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেয়া হবে।

দেশটির চ্যান্সেলর বলেছেন, করোনাভাইরাসের এই সময়টায় তারা যে কাজ করেছেন সেটার কোনো তুলনা হয় না। করোনাভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন তাদের বেতন বাড়বে।

বিশ্বে করোনাভাইরাসে ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন, যার চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রে। দেশটি ছাড়াও ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ভারতে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে।