করোনায় মারা গেলে পরিবার পাবে ১০ লাখ, একজনকে চাকরি: মমতা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৮:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২০, ০৮:১১ PM
করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই মৃত ব্যক্তির পরিবারে একজনকে চাকরি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
এছাড়াও করোনা যোদ্ধাদের সম্মান জানাতে মেডেল, মানপত্র দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বুধবার (১৫ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মমতা।
এখন পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়ে ১২ জন সরকারিকর্মী মারা গেছেন জানিয়ে মমতা বলেন, সকলের কাছে অনুরোধ করছি, সারা বিশ্বজুড়ে মহামারী চলছে, ম্যাজিক করে আটকাতে পারব না। কিন্তু আমরা সচেতন হলে তা পারব। এই ক’দিন সংক্রমণ বাড়বে। কারণ আমরা টেস্টিং বাড়াবো। পরীক্ষা বাড়ালে সংক্রমণ বাড়বে।’
করোনা সম্পর্কে এদিনও সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভিড় এড়িয়ে চলুন। জমায়েত যাতে কোথাও না হয়, সেজন্য ক্লাবগুলোকে নজর রাখতে বলছি।;
বিরোধীদের উদ্দেশ্য করে মমতা বলেন, ‘নোংরা রাজনীতি করার সময় নয় এখন। এই যুদ্ধ একার নয়, সবার যুদ্ধ।’
প্রসঙ্গত, ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ৯ লাখ ছাড়িয়ে গেছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯২ হাজার ৩১ জন। দেশটিতে ২৪ হাজারেরও বেশি মানুষ করোনায় মারা গেছে ২৪ হাজার৩০৯ জন।