১৫ জুলাই ২০২০, ০৯:৪০

শিক্ষক ও অভিভাবকদের নতুনভাবে চিন্তা করা উচিত বললেন— ট্রাম্প

  © ফাইল ফটো

করোনাকালীন এই সময়ে লস অ্যাঞ্জেলস এবং সান দিয়াগো'র বিদ্যালয়গুলোতে আগস্ট থেকে কেবল অনলাইনে শিক্ষাদানের সিদ্ধান্তটি একেবারেই ভুল বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি অভিভাবক এবং শিক্ষকদের বলবো- আপনাদের উচিত নতুনভাবে চিন্তা করা। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই ভয়ঙ্কর সিদ্ধান্ত।

তিনি আরও বলেছেন, শিশুরা এবং তাদের বাবা-মায়েরা মানসিক বিকারগ্রস্থ হয়ে মারা যাবে। তারা মারা যাবে, কারণ তারা যা করতে চাইবে, তা করতে পারবে না। মায়েরা বাইরের কাজে বের হতে পারবে না, কারণ তাদের সন্তানরা বাড়িতে থাকবে এবং শিশু ও তাদের বাবাকে দেখভাল করতে হবে।

এর আগে করনাকালীন মহামারিতেও মাস্ক ব্যবহারের পক্ষে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প এবার মত বদলে জানিয়েছেন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে না বিদেশি শিক্ষার্থীদের। শুধু অনলাইন ক্লাস করলে দেশটি ছাড়তে হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

 

সূত্র : রয়টার্স